শুক্রবার, ৩১ মে, ২০২৪ ০০:০০ টা

ট্রেনলাইনে কলেজছাত্রীর লাশ

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটের কালীগঞ্জে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আয়শা সিদ্দিকা আঁখি নামে এক শিক্ষার্থী (১৮) আত্মহত্যা করেছেন। উপজেলার দক্ষিণ ঘনশ্যাম এলাকায় গতকাল দুপুরে এ ঘটনা ঘটে। আঁখি উপজেলার কাশীরাম গ্রামের আলমগীর হোসেনের মেয়ে ও কালীগঞ্জ সরকারি করিম উদ্দিন পাবলিক কলেজের সম্মান দ্বিতীয়বর্ষের ছাত্রী। প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনের নিচে ঝাঁপ দেন তিনি। তার মাথা ও শরীর দ্বিখন্ড হয়ে যায়। ওসি ইমতিয়াজ কবির জানান, এ ঘটনায় মামলা হবে।

সর্বশেষ খবর