শুক্রবার, ৩১ মে, ২০২৪ ০০:০০ টা

বকেয়া দাবিতে শ্রমিক বিক্ষোভ

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

বকেয়া দাবিতে শ্রমিক বিক্ষোভ

রূপগঞ্জে বকেয়া বেতন ও বোনাস দাবিতে একটি পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। শ্রমিকরা গতকাল প্রায় এক ঘণ্টা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। অবরোধের কারণে সড়কের উভয়দিকে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। কর্তৃপক্ষের আশ্বাসে অবরোধ তুলে নেন তারা। তারাব পৌরসভার মৈকুলী এলাকার বি-ব্রাদার্স নামের পোশাক কারখানায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, বি-ব্রাদার্স পোশাক কারখানায় ১৪ শতাধিক শ্রমিক কাজ করেন। গত এপ্রিল মাসের বেতন, প্রাপ্য একটি বোনাস এবং কর্মরত অফিসারদের ফেব্রুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত বেতন দিতে দেরি করছে            কর্তৃপক্ষ। বারবার দৃষ্টি আকর্ষণ করলেও দেব দেব বলে সময় ক্ষেপণ করছে। দুপুরে শ্রমিকরা মালিকপক্ষের কাছে বোনাস ও বকেয়া দাবি করে। তারা টালবাহানা করলে শ্রমিকরা কারখানার ভিতরে শুরু করে বিক্ষোভ। পরে কারখানার সামনে ঢাকা-সিলেট মহাসড়কে অবস্থান নেয়।

সর্বশেষ খবর