শিরোনাম
শুক্রবার, ৩১ মে, ২০২৪ ০০:০০ টা

কালিয়াকৈরে সংঘর্ষে ১৩ জন আহত

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালিয়াকৈরে ভূমিহীনদের সঙ্গে ও বনবিভাগের কর্মকর্তা-কর্মচারীর সংঘর্ষে উভয় পক্ষের ১৩ জন আহত হয়েছেন। অভিযোগ রয়েছে বনবিভাগের লোকজনের চাহিদা মতো টাকা না দিলে ভূমিহীনদের স্থাপনা ভাঙচুর করা হয়। এর জেরে উপজেলার কালামপুর খাজারডেক এলাকায় গতকাল এ ঘটনা ঘটে। টাকা নেওয়া ও দাবির কথা অস্বীকার করেছেন স্থানীয় চন্দ্রা বিট অফিসের কর্মকর্তা আবদুল মান্নান। তিনি বলেন, ‘তাদের স্থাপনার বিষয়ে ওপরে অভিযোগ দিলে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে আমরা সেখানে উচ্ছেদ করতে যাই। তখন অতর্কিত হামলায় আমাদের সাতজন আহত হয়েছে।’ কালিয়াকৈর থানার পরিদর্শক (তদন্ত) তরিকুল ইসলাম জানান, মৌখিকভাবে ঘটনা শুনেছি। কোনো পক্ষ থানায় অভিযোগ দেয়নি। কালিয়াকৈরের ইউএনও কাউছার আহম্মেদ জানান, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর