শিরোনাম
শনিবার, ১ জুন, ২০২৪ ০০:০০ টা

মেঘনায় বাল্কহেডে অভিযান

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুর মেঘনা নদীতে অভিযান চালিয়ে সদর উপজেলার লালপুর এলাকায় সাতটি বাল্কহেড থেকে বিভিন্ন অনিয়মের দায়ে আট সুকানিকে গ্রেফতার করেছে নৌপুলিশে। চাঁদপুর নৌথানার ওসি কামরুজ্জামান বলেন, গতকাল সকালে মেঘনার লালপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। তিনি আরও বলেন, গ্রেফতারদের মধ্যে ছয়জনের বিরুদ্ধে অভ্যন্তরীণ নৌ চলাচল অধ্যাদেশের বিভিন্ন ধারায় মেরিন আদালতে প্রসিকিউশন দাখিল করা হয়। বাকি দুজনের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর