শিরোনাম
রবিবার, ২ জুন, ২০২৪ ০০:০০ টা

পদ্মায় ২২ কেজির পাঙ্গাশ

রাজবাড়ী প্রতিনিধি

পদ্মায় ২২ কেজির পাঙ্গাশ

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় জেলের জালে ২২ কেজি ৬০০ গ্রাম ওজনের একটি পাঙ্গাশ মাছ ধরা পড়েছে। উন্মুক্ত নিলামে মাছটি ৩১ হাজার ৬৪০ টাকা দিয়ে ফেরিঘাটের এক ব্যবসায়ী ক্রয় করেন। গতকাল ভোরে গোয়ালন্দের পদ্মা-যমুনা নদীর মোহনায় জেলে আনিস হালদারের জালে মাছটি ধরা পড়ে। জানা গেছে, আনিস হালদার ইঞ্জিন চালিত ট্রলারে শুক্রবার সন্ধ্যায় পদ্মা নদীতে মাছ ধরতে যায়। গতকাল তার জালে বড় করে ধাক্কা দেয়। জাল উঠিয়ে দেখা যায় পাঙ্গাশ মাছটি আটকা পড়েছে। ফেরিঘাটের ব্যবসায়ী মো. চান্দু মোল্লা উন্মুক্ত নিলামে মাছটি ১ হাজার ৪০০ টাকা কেজি দরে ৩১ হাজার ৬৪০ টাকায় ক্রয় করেন। মো. চান্দু মোল্লা বলেন, আমি মাছ ব্যবসা করি। জেলেদের কাছ থেকে শুধু পদ্মা নদীর মাছ ক্রয় করি। দুপুরে ঢাকার এক ব্যবসায়ীর কাছে ৩৩ হাজার টাকায় বিক্রি করেছি।

জেলা মৎস্য কর্মকর্তা মো. মশিউর রহমান বলেন, পদ্মায় এখন বড় বড় মাছ পাওয়া যাচ্ছে। পদ্মার মাছ খুব সুস্বাদু বলে দাম বেশি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর