রবিবার, ২ জুন, ২০২৪ ০০:০০ টা

আম মেলা

নাটোর প্রতিনিধি

আম মেলা

নাটোরে গতকাল দিনব্যাপী নানা আয়োজনে হয়ে গেল রাজশাহী বিভাগীয় তৃতীয় আম মেলা ও উদ্যোক্তা সম্মেলন। সকালে সম্মেলন উদ্বোধন করেন, ‘নিজের বলার মতো একটা গল্প’ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও মেন্টর ইকবাল বাহার জাহিদ। মেলায় নানা জাতের আমের প্রদর্শনী ছাড়াও নারী উদ্যোক্তাদের বিভিন্ন সামগ্রীর ২৮টি স্টল স্থান পায়। এমন আয়োজন নতুন উদ্যোক্তা সৃষ্টিতে ভূমিকা রাখবে জানান সংশ্লিষ্টরা। আয়োজকরা জানান, নাটোর শহরের অনিমা চৌধুরী অডিটোরিয়াম চত্বরে সম্মেলন ৫৫০ জন উদ্যোক্তা অংশ নেন। উদ্যোক্তা নিভা রহমান জানান, এমন মেলা ও সম্মেলনে সফল উদ্যোক্তাদের গল্প শুনে অন্যরা অনুপ্রাণিত হয়েছেন। সেই সঙ্গে পারস্পারিক অভিজ্ঞতা বিনিময় ও পণ্যের প্রসারে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ইকবাল বাহার জাহিদ জানান, রাজশাহী বিভাগ আমের জন্য বিখ্যাত। আমরা চাই এ বিভাগের আম নিয়ে কাজ করতে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর