রবিবার, ২ জুন, ২০২৪ ০০:০০ টা
হত্যা মামলায় স্বামী জেলে

সন্তানসহ পালিয়ে বেড়াচ্ছেন স্ত্রী

কিশোরগঞ্জ প্রতিনিধি

হত্যা মামলার আসামি হয়ে স্বামী রয়েছেন কারাগারে। আসামি না হয়েও আট মাসের সন্তানসহ পালিয়ে বেড়াচ্ছেন স্ত্রী। ফাঁকা বাড়িতে প্রতিপক্ষের লোকজন চালাচ্ছে ভাঙচুর-লুটপাট। বাড়ির জায়গাও দখল করে নেওয়ার অভিযোগ রয়েছে। ঘটনাটি কিশোরগঞ্জ সদর উপজেলার বুরুঙ্গারচর গ্রামের। গৃহবধূ খোসনাহার ওরফে শারমিন গতকাল হোসেনপুর উপজেলায় বাবার বাড়িতে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন। তিনি জানান, বুরুঙ্গারচর গ্রামের আবদুল জব্বারের তিন ছেলে খায়রুল ইসলাম, জহিরুল ইসলাম ও দীন ইসলাম। জমি নিয়ে খায়রুল ইসলামের সঙ্গে অন্য দুই ভাইয়ের বিরোধ চলছে। দীন ইসলামের স্ত্রী খোসনাহার ওরফে শারমিন। তিনি অভিযোগ করেন, ১৬ মে সন্ধ্যায় খায়রুল ইসলাম ও তার ছেলে রাকিবসহ ১০-১২ জন দীন ইসলামের বাড়িতে হামলা চালায়। তারা প্রথমে বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে লোকজনকে এলোপাতাড়ি পেটায় এবং লুটপাট চালায়। শারমিনের কোলে থাকা শিশুসন্তানকেও হত্যার চেষ্টা করে। রাকিবকে করা আঘাত তার মা অনুফা আক্তারের মাথায় লাগলে তিনি মারা যান। গুরুতর জখম হন। ঢাকায় নেওয়ার পথে মৃত্যু হয় তার।

এ ঘটনায় রাকিব তার চাচা জহিরুল ও দীন ইসলামসহ ছয়জনের বিরুদ্ধে কিশোরগঞ্জ মডেল থানায় মামলা করেন। পুলিশ জহিরুল ও দীন ইসলামকে গ্রেফতার করে। হত্যাকাণ্ডের পর রাকিবের নেতৃত্বে প্রতিপক্ষের বাড়িঘর কুপিয়ে তছনছ এবং জিনিসপত্র লুটপাট করে অভিযোগ করেন শারমিন। তাদের হুমকিতে বাড়ি ফিরতে পারছেন না তিনি। একমাত্র শিশুসন্তান নিয়ে পালিয়ে বেড়াচ্ছেন। বাদী রাকিব বলেন, তারা শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে। মায়ের হত্যা মামলা ভিন্ন খাতে নেওয়ার অপচেষ্টা চালাচ্ছে অভিযোগ করেন তিনি।

 

সর্বশেষ খবর