রবিবার, ২ জুন, ২০২৪ ০০:০০ টা

ডিবি পুলিশ সেজে চাঁদাবাজি

জয়পুরহাট প্রতিনিধি

ডিবি পুলিশ পরিচয় দিয়ে চাঁদাবাজি ও ভয়ভীতি দেখিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিত তারা। জয়পুরহাটের পাঁচবিবি সীমান্ত এলাকার মানুষের সঙ্গে এমন প্রতারণা করে আসছিল ডিবি পুলিশ কর্মকর্তা নামধারী দুই যুবক। পাঁচবিবি উপজেলার কড়িয়া বাজার এলাকা থেকে শুক্রবার রাতে তাদের গ্রেফতার করা হয়। ওসি ফয়সাল বিন আহসান গতকাল বিষয়টি নিশ্চিত করেন। তাদের বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় মাদক, ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে।

গ্রেফতাররা হলেন- পাঁচবিবি উপজেলার কড়িয়া (কদুবাড়ি) গ্রামের আবু কালামের ছেলে মাহাবুব আলম ও ধুরইল গ্রামের রুহুল আমিনের ছেলে তাওসিফ হোসেন। ওসি জানান, গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে চাঁদাবাজির টাকা।

 

 

সর্বশেষ খবর