রবিবার, ২ জুন, ২০২৪ ০০:০০ টা

বে-টার্মিনালে আসছে বিদেশি বিনিয়োগ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

বে-টার্মিনালে আসছে বিদেশি বিনিয়োগ

আগামীর বন্দর হিসেবে পরিচিতি পাওয়া চট্টগ্রাম বন্দরের বহুমুখী প্রকল্প বে-টার্মিনালকে ঘিরে বাড়ছে বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহ। এরই মধ্যে চট্টগ্রাম বন্দরের সঙ্গে চুক্তি করেছে সংযুক্ত আরব আমিরাতের এডি পোর্টস গ্রুপ। চুক্তির অপেক্ষায় আরও রয়েছে সিঙ্গাপুর, ডেনমার্ক। বিনিয়োগ করতে আগ্রহ দেখাচ্ছেন জাপান, কাতারসহ বিভিন্ন দেশের বিনিয়োগ কারীরাও।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব ওমর ফারুক বলেন, বে-টার্মিনালে বিনিয়োগের জন্য বিদেশি বিনিয়োগকারীরা বেশ আগ্রহী। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের অংশীদারিত্বের ভিত্তিতে উন্নয়ন কার্যক্রমে বিনিয়োগের লক্ষ্যে চুক্তি হয়েছে আরব আমিরাতের এডি পোর্টস গ্রুপের সঙ্গে। তিনি জানান, আরও অনেক বিনিয়োগকারী বে-টার্মিনালকে ঘিরে আগ্রহ প্রকাশ করেছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বঙ্গোপসাগর উপকূলীয় আউটার রিং রোডের লাগোয়া পতেঙ্গা-হালিশহর এলাকার প্রায় আড়াই হাজার একর ভূমিতে গড়ে উঠবে আগামীর বন্দরখ্যাত এ টার্মিনাল। এতে চারটি টার্মিনাল নির্মাণের পরিকল্পনা রয়েছে। চারটি টার্মিনালই দেশি-বিদেশি বিনিয়োগে নির্মাণ করা হবে। এ টার্মিনালে খোলা বা বাল্ক জাহাজ ও কনটেইনারবাহী জাহাজ ভিড়বে। এ ছাড়া ক্রেনযুক্ত এবং ক্রেনবিহীন জাহাজ, যাত্রীবাহী জাহাজও এ টার্মিনালে ভেড়ানো সম্ভব হবে। তাই এটাকে বলা হচ্ছে বহুমুখী টার্মিনাল। একই প্রকল্পে সিঙ্গাপুরের পিএসএ ইন্টারন্যাশনাল একটি ও সংযুক্ত আরব আমিরাতের ডিপি ওয়ার্ল্ড একটি টার্মিনাল নির্মাণ ও পরিচালনা করবে। এজন্য প্রতিষ্ঠান দুটি ১৫০ কোটি ডলার করে ৩০০ কোটি ডলার বিনিয়োগের প্রস্তাব দিয়েছে। সবচেয়ে বড় বিনিয়োগের প্রস্তাব দিয়েছে ইস্ট কোস্ট গ্রুপ।   বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে গ্যাস ও তেল খালাসের টার্মিনালে ৩৫০ কোটি ডলার বিনিয়োগ করতে চায় গ্রুপটি।

সর্বশেষ খবর