রবিবার, ২ জুন, ২০২৪ ০০:০০ টা

বেনাপোল-মোংলা ফের ট্রেন চলাচল শুরু

বাগেরহাট ও বেনাপোল প্রতিনিধি

মোংলা-খুলনা নতুন রেলপথের উদ্বোধনের সাত মাস পর বেনাপোল-মোংলা লাইনে ‘বেতনা এক্সপ্রেস ট্রেন’ চলাচল শুরু হয়েছে। নির্ধারিত সময় সকাল সোয়া ৯ টার পরিবর্তে ৪৫ মিনিট বিলম্বে সকাল ১০ টায়  ট্রেনটি বেনাপোল থেকে মোংলার উদ্দেশ্য রওনা দেয়।

রেল সূত্র জানায়, ২০০০ সালে বেনাপোল-খুলনার মধ্যে চালু হয় বেতনা এক্সপ্রেস নামের এ কমিউটার ট্রেন। প্রতিদিন সকাল-বিকাল ট্রেনটি খুলনা ও বেনাপোল লাইনে চলাচল করত। সম্প্রতি খুলনা থেকে মোংলা পর্যন্ত নতুন রেল যোগাযোগ স্থাপিত হওয়ায় বেতনা এক্সপ্রেসের রুট বর্ধিত করে মোংলা পর্যন্ত চালানোর সিদ্ধান্ত নেয় রেল কর্তৃপক্ষ। বেনাপোল থেকে ছেড়ে আসা ট্রেনটি ৬০০ যাত্রী নিয়ে মোংলায় পৌঁছায়। এ সময় বাগেরহাট-৩ আসনের এমপি ও সাবেক উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার তালুকদারসহ রেলওয়ে পশ্চিম জোনের কর্মকর্তারা মোংলা স্টেশনে যাত্রীদের স্বাগত জানান। বিকাল ৩টা ১০ মিনিটে হাবিবুন এমপি নাহার তালুকদার ফিতা কেটে ও বাঁশি বাজানোর পর ৩৬১জন যাত্রী নিয়ে ফিরতি যাত্রায় ট্রেনটি বেনাপোলের উদ্দেশে ছেড়ে যায়।

সর্বশেষ খবর