রবিবার, ২ জুন, ২০২৪ ০০:০০ টা

ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে চার পুলিশসহ আহত ২৫

নেত্রকোনা প্রতিনিধি

মদন উপজেলার একটি স্কুল মাঠে কিশোরদের ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সৃষ্ট সংঘর্ষে চার পুলিশ সদস্যসহ কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন। তবে এ ঘটনায় থানায় কোনো মামলা বা অভিযোগ করেননি কেউ। আহতদের মধ্যে এক পুলিশ সদস্যসহ চারজনকে মদন হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা বিভিন্ন স্থানে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। শুক্রবার রাতে মদন নেত্রকোনা সড়কের মদন উপজেলার কাইটাইল ইউনিয়নের জয়পাশা ও কেশজানি গ্রামের সীমানায় এ ঘটনা ঘটে।

মদন থানার ওসির দায়িত্বে থাকা (পরিদর্শক) জাহাঙ্গীর আলম জানান, কেশজানি স্কুল মাঠে শুক্রবার বিকালে ছেলেরা ফুটবল খেলার আয়োজন করে। এ সময় জয়পাশা গ্রামের ছেলেদের খেলায় না নেওয়ায় তর্ক হয়। এ নিয়ে বিরোধ সৃষ্টি হয়। পরে রাতে সড়কের ওপর দুই গ্রামবাসী ইটপাটকেলসহ লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়ায়। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গেলে চার সদস্যসহ দুই গ্রামের প্রায় ২০-২৫ জনের মতো আহত হয়। এএসআই সামিউল জানান, এ ঘটনায় কেউই অভিযোগ করেনি।

সর্বশেষ খবর