সোমবার, ৩ জুন, ২০২৪ ০০:০০ টা

৯ জেলায় সড়ক দুর্ঘটনায় ১০ জন নিহত

প্রতিদিন ডেস্ক

৯ জেলায় সড়ক দুর্ঘটনায় ১০ জন নিহত

শ্রীপুরে বিধ্বস্ত পিকআপ ভ্যান

দেশের বিভিন্ন এলাকায় গতকাল সড়ক দুর্ঘটনায় তিন শিশুসহ ১০ জন নিহত হয়েছেন। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর-

চট্টগ্রাম : রাউজানের বাগোয়ান এলাকায় দুপুরে বাস চাপায় নিহত হয়েছেন শেখ ইমন (২২) নামে মোটরসাইকেল আরোহী এক কলেজছাত্র। রংপুর : নগরীতে রাস্তা পার হওয়ার সময় ট্রাকচাপায় সেফা (৩) নামে এক শিশু নিহত ও তার দাদি আহত হয়েছেন। সকালে হাজিরহাট এলাকায় এই ঘটনা ঘটে। নিহত সেফা ওই এলাকার আজিজুল ইসলামের মেয়ে। শ্রীপুর (গাজীপুর) : শ্রীপুরের জৈনাবাজার এলাকায় ট্রাকের পেছনে পিক আপের ধাক্কায় চালকসহ দুজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- পিকআপচালক সুনামগঞ্জের চঞ্চল রায় (৩০) ও যাত্রী বরিশালের রিপন (৩৫)। জয়পুরহাট : রডবোঝাই ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে চালকের সহকারীর মৃত্যু ও দুজন আহত হয়েছেন। নিহত পিয়াস  হোসেন (১৮) নওগাঁর বাসিন্দা। কুড়িগ্রাম : কুড়িগ্রাম পৌর এলাকার শনিবার রাতে ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ইসলাম ভুট্টু (৪৬) নামে এক যুবলীগ কর্মীর মৃত্যু হয়েছে। গাইবান্ধা : সদরে ডাম্প ট্রাকের চাকায় পিষ্ট হয়ে গোলাম মাওলা (৫৫) নামের অটোরিকশা যাত্রী এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন অটোচালক। বান্দরবান : আলীকদম উপজেলার রেপারপাড়া বাজারে সকালে টমটমের ধাক্কায় ইমাম হোসেন (৭) নামে এক শিশু নিহত হয়েছে। চাঁদপুর : মতলব উত্তর উপজেলায় বিদ্যালয়ে যাওয়ার পথে অটোরিকশার ধাক্কায় আনিকা আক্তার (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সকালে উপজেলার উত্তর লুধুয়া গ্রামে মতলব-ছেংগারচর সড়কে এ দুর্ঘটনা ঘটে। আনিকা লুধুয়া গ্রামের মোহাম্মদ আলীর মেয়ে। চকরিয়া (কক্সবাজার) : চকরিয়ায় গাড়ির ধাক্কায় অজ্ঞাত এক যুবক নিহত হয়েছেন। সকালে মহাসড়কের লক্ষ্যারচর নলবিলা খাদ্য গুদাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সর্বশেষ খবর