সোমবার, ৩ জুন, ২০২৪ ০০:০০ টা

অনলাইনে ইলিশ বিক্রির নামে প্রতারণা

চাঁদপুর প্রতিনিধি

অনলাইনে ইলিশ বিক্রির নামে প্রতারণা

চাঁদপুরে অনলাইনে ইলিশ বিক্রির নামে চলছে প্রতারণা। একদিকে প্রতারণার শিকার হচ্ছে ক্রেতা, অন্যদিকে প্রকৃত ব্যবসায়ীরাও হচ্ছে বদনামের ভাগিদার। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন জেলা মৎস্য সমিতির নেতারা এবং ভোক্তা সংরক্ষণ অধিদফতর।  জানা যায়, জেলা মৎস্য বণিক সমিতির সদস্যদের মধ্যে ৪৫ জন অনলাইন মাছ ব্যবসায়ী রয়েছেন। এ ছাড়া অনলাইন ব্যবসাপ্রতিষ্ঠান-চাঁদপুর অনলাইন হিলশা বাজার, হিলশা বাড়ী, অনলাইন হিলশা বাজার, ইলিশ ফিশ, হিলশা ফিশ ডট কম, ইলিশ ফিশ সেল ও বাংলাদেশি হিলশা ফিশ উল্লেখযোগ্য। ব্যবসায়ী মোস্তাফা মাল ও শামীম জমাদার জানান, চাঁদপুরে পদ্মা ও মেঘনায় মার্চ-এপ্রিল দুই মাস জাটকা সংরক্ষণ অভিযান শেষে ১ মে থেকে ইলিশ ধরা শুরু হয়েছে। মৌসুম না হওয়ায় জালে ধরা পড়ছে না কাক্সিক্ষত ইলিশ। স্থানীয় নদীতে যে পরিমাণ ইলিশ ধরা পড়ছে তার দাম অনেক বেশি। চাঁদপুরের মৎস্য অবতরণ কেন্দ্র ঘুরে দেখা যায়, কিছু অনলাইন ইলিশ ব্যবসায়ী নামে বেনামে পেজ ব্যবহার করে পদ্মা-মেঘনার টাটকা ইলিশ পাওয়া যায়, নিচের নম্বরে যোগাযোগ করুন এমন লোভনীয় অফার দিচ্ছে। তা দেখে অনলাইনে অর্ডার করেন দূর-দূরান্তের অনেক ক্রেতা। এদের কারও কারও ভাগ্যে মিলছে পচা, ছোট ও অন্য জেলার ইলিশ। আবার অনেকে বিকাশে টাকা পেমেন্ট করে হাহুতাশ করছেন। প্রতারক চক্র টাকা পেয়ে অনলাইন পেজ, মোবাইল নম্বর ও বিকাশ নম্বর বন্ধ করে দিচ্ছে। চাঁদপুর মৎস্য বণিক সমিতির সভাপতি আবদুল বারী মানিক বলেন, অনলাইনে বৈধ ব্যবসায়ীদের তালিকা করা হয়েছে। তালিকা সমিতির অনলাইন পেজে আপলোড করা হয়েছে। এই পেজে যারা থাকবে তারাই বৈধ অনলাইন ব্যবসায়ী। প্রতারণা রোধে চাঁদপুর মৎস্য বণিক সমিতির নামে অনলাইন পেজের তালিকাভুক্ত সদস্যদের সঙ্গে কেনাকাটা করার অনুরোধ জানিয়েছেন এই ব্যবসায়ী নেতা। চাঁদপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক নূর হোসেন জানান, চাঁদপুরের ইলিশ পুরো দেশে বিক্রি হয়। কিছু লোক অনলাইন পেজ খুলে ভুয়া ঠিকানা ব্যবহার করে প্রতারণা করছে। শিগগিরই অসাধু অনলাইন ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান এই কর্মকর্তা।

সর্বশেষ খবর