সোমবার, ৩ জুন, ২০২৪ ০০:০০ টা

টুং টাং শব্দে মুখর কামার পল্লী

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

টুং টাং শব্দে মুখর কামার পল্লী

ঈদুল আজহা ঘিরে কেরানীগঞ্জ উপজেলার হাটবাজারের কামার পল্লীগুলোতে ব্যস্ততা বেড়েছে। টুং টাং শব্দে দা, বঁটি, ছুরিসহ মাংস কাটার সরঞ্জাম তৈরিতে ব্যস্ত শ্রমিকরা। এসব সরঞ্জাম নতুনভাবে তৈরি এবং পুরনোগুলো শান দিতে যেন দম ফেলার সময় নেই তাদের। কয়লা, লোহাসহ সবকিছুর দাম বেড়ে যাওয়ায় আগের মতো লাভ হয় না বলে দাবি কামারদের। সরেজমিন দেখা যায়, শ্রমিকরা চাপাতি, ছুরি, বঁটি ও চাকু তৈরিতে অবিরাম কাজ করছেন। যতই ঈদের দিন ঘনিয়ে আসবে ততই বাড়বে তাদের ব্যস্ততা। কামার শিল্পীরা বলেন, ছোট ছুরি ২৫০-৫০০ টাকা। বড় ছুরি ৮০০-২৫০০, বঁটি প্রতি পিস ৫০০-১০০০ টাকায় বিক্রি করছেন তারা। এ ছাড়া দেশি চাপাতি ১০০০-৩০০০ হাজার আর বিদেশি চাপাতি ৯০০-২৫০০ টাকায় বিক্রি হচ্ছে। জিনজিরা বাজারের নিতাই কর্মকার জানান, আমরা অপেক্ষা করি কোরবানির ঈদের জন্য। সারা বছর কাজ থাকে না বললেই চলে। তেঘরিয়া বাজারে কালী কৃষ্ণ জানান, ঈদ ঘনিয়ে আসায় চাপ বেশি। শহিদুল ইসলাম নামে এক ক্রেতা জানান, ঈদের এখনো বেশ কিছুদিন বাকি। আগেই পশু জবাইয়ের সরঞ্জাম কেনার কাজ সেরে ফেলছি।

সর্বশেষ খবর