সোমবার, ৩ জুন, ২০২৪ ০০:০০ টা

হাসপাতালে ২৫ দিন বন্ধ চক্ষুবিভাগ

কুষ্টিয়া প্রতিনিধি

২৫০ শয্যার কুষ্টিয়া জেনারেল হাসপাতালের চক্ষু বিভাগ ২৫ দিন ধরে বন্ধ রয়েছে। চোখের চিকিৎসা নিতে আসা রোগীরা বিভাগ বন্ধ দেখে ফিরে যাচ্ছেন। বেসরকারি হাসপাতালে গিয়ে চড়া মূল্যে চিকিৎসা করাচ্ছেন কেউ কেউ। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, মেডিকেল অফিসার বদলি হয়ে যাওয়ায় বিভাগটি বন্ধ রাখতে হয়েছে। শিগগিরই চালু করা হবে। হাসপাতাল সূত্রে জানা যায়, ২৫০ শয্যার কুষ্টিয়া জেনারেল হাসপাতালে প্রতিদিন প্রায় ৮০০ রোগী চিকিৎসা নেন। কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের চক্ষু বিভাগের প্রধান ডা. আরমান উদ্দিন আহমেদ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের কনসালট্যান্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার ডা. শাহরিয়ার কবির এ বিভাগে তার সঙ্গে কাজ করতেন। তিনি অন্যত্র বদলি হয়ে যাওয়ায় গত ৯ মে থেকে এখানে চক্ষুবিভাগ বন্ধ রাখা হয়েছে। নোটিস দেওয়া হয়েছে- চিকিৎসক পদায়ন না থাকায় বহির্বিভাগের কার্যক্রম বন্ধ থাকবে। রোগী এসে নোটিস দেখে ফিরে যাচ্ছেন।

সর্বশেষ খবর