সোমবার, ৩ জুন, ২০২৪ ০০:০০ টা

ক্রেতাকে দেখানোর কথা বলে ৫০ ভরি সোনা নিয়ে উধাও

কুমিল্লা প্রতিনিধি

ক্রেতাকে দেখানোর কথা বলে চারটি দোকান থেকে অন্তত ৫০ ভরি স্বর্ণালংকার নিয়েছেন ইয়াদ আলী নামে একজন ব্যবসায়ী। এরপর থেকে তিনি উধাও। এমন ঘটনা ঘটেছে কুমিল্লা নগরীর ছাতিপট্টি এলাকার স্বর্ণপট্টিতে। গতকাল ঘটনাটি জানাজানি হয়। স্থানীয়রা জানান, ১০ বছরের বেশি সময় ছাতিপট্টি এলাকায় এমিটেশন অলঙ্কারের ব্যবসা করছেন ইয়াদ আলী ও তার ভাই আকরাম হোসেন। শনিবার ইয়াদ তার দোকানে আসা ক্রেতাদের দেখানোর কথা বলে ছাতিপট্টির বিপাশা শিল্পালয়, ফারুক জুয়েলার্স, কুমিল্লা জুয়েলারি ও অপর্ণা শিল্পালয় থেকে অন্তত ৫০ ভরি সোনা তার দোকানে নিয়ে যান। বিকাল ৪টা পর্যন্ত বিভিন্ন দোকান থেকে নেওয়া স্বর্ণালংকার ফেরত দেয়নি। রাতে খোঁজাখুঁজি করে তাদের পাওয়া যায়নি। এ ব্যাপারে ভুক্তভোগী ব্যবসায়ীরা থানায় অভিযোগ দিয়েছেন। কোতোয়ালি মডেল থানার ওসি ফিরোজ হোসেন বলেন, প্রতারণার অভিযোগ পেয়েছি। ছেলেটির বাড়ি পাবনা। এ বিষয়ে তদন্ত চলছে।

সর্বশেষ খবর