সোমবার, ৩ জুন, ২০২৪ ০০:০০ টা

সন্ধ্যায় নিখোঁজ, লাশ উদ্ধার সকালে

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীতে কবরস্থানের পাশের জাম গাছ থেকে সোহাগ মিয়া (২৮) নামে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের দাসপাড়া থেকে গতকাল লাশটি উদ্ধার করা হয়। সোহাগ রায়পুরা উপজেলার নলবাটা গ্রামের এমদাদ হোসেনের ছেলে। তিনি পরিবারের সঙ্গে দাসপাড়ায় বসবাস করতেন। পুলিশ ও স্থানীয়রা জানায়, সোহাগের মানসিক সমস্যা ছিল। পরিবার থেকে চিকিৎসা চলছিল। শনিবার সোহাগ বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। আশপাশে খুঁজে তাকে পাওয়া যায়নি। শনিবার সকাল ৯টায় দাসপাড়া কবরস্থানের পাশের গাছে তার লাশ ঝুলতে দেখেন স্থানীয়রা।

সর্বশেষ খবর