সোমবার, ৩ জুন, ২০২৪ ০০:০০ টা

নেশার টাকা না পেয়ে আত্মহত্যা

নীলফামারী প্রতিনিধি

নীলফামারীর ডোমারে রাব্বি হোসেন (১৮) নামে এক কিশোর ফাঁস নিয়েছেন। রাব্বি ডোমার পৌরসভার মাদরাসা পাড়ার নেয়াজ আলীর একমাত্র ছেলে। জানা যায়, মায়ের কাছে মাদক কেনার টাকা চেয়ে না পেয়ে বাড়ির পাশে আম গাছে ওড়না প্যাঁচিয়ে গতকাল ফাঁস নেয় রাব্বি। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। রাব্বির মা জানান, ছেলেকে মাদক থেকে বাঁচাতে এবং তার নির্যাতন থেকে রক্ষা পেতে উপজেলা প্রশাসন, থানা পুলিশের সহযোগিতা চেয়েছিল। এর প্রতিকার পাওয়ার আগেই রাব্বি আত্মহত্যা করল।

সর্বশেষ খবর