শিরোনাম
মঙ্গলবার, ৪ জুন, ২০২৪ ০০:০০ টা
সেতুর নিচে টুকরা লাশ

চাচাতো বোনকে বিয়ের জেরেই খুন সৌরভ

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহের মনতলায় সেতুর নিচ থেকে উদ্ধার হওয়া বিশ্ববিদ্যালয় ছাত্র ওমর ফারুক সৌরভের লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। স্বজনদের অভিযোগ, চাচাতো বোন ইসরাত জাহান ইভার সঙ্গে প্রেম ও পরে তাকে গোপনে বিয়ে করার জেরেই হত্যা করে লাশ চার টুকরা করা হয়েছে। এ ঘটনায় মামলা করেছেন নিহতের বাবা ইউসুফ আলী। ঘটনার পর থেকে অভিযুক্ত চাচা-চাচি পলাতক রয়েছেন। কোতোয়ালি মডেল থানার ওসি মাইন উদ্দিন জানান, হত্যায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে। শিগগিরই আসামিদের ধরতে পারব আশা করছি। জানা যায়, গত ১২ মে ইভা বান্ধবীর সঙ্গে দেখা করার কথা বলে ঢাকায় গিয়ে  সৌরভকে বিয়ে করেন। এরপর নিজের ও চাচার বাসায় গেলেও তাদের জায়গা দেওয়া হয়নি। পরে বিয়ে মেনে নেওয়ার আশ্বাসে তাদের যার যার বাসায় নেওয়া হয়। এরপর ইভাকে কানাডা পাঠিয়ে দেয় পরিবার। সৌরভ চাচাতো বোনকে বিয়ে করায় চাচা ইলিয়াস উদ্দিন তাকে মেরে ফেলার হুমকি দিয়েছিলেন বলে অভিযোগ স্বজনদের। প্রসঙ্গত, ময়মনসিংহ সদর উপজেলার মনতলায় গত রবিবার ব্যাগে মাথা ও দুই পা বিচ্ছিন্ন অবস্থায় পাওয়া সৌরভ প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

সর্বশেষ খবর