শিরোনাম
মঙ্গলবার, ৪ জুন, ২০২৪ ০০:০০ টা

কৃষক হত্যায় বাবা ছেলের যাবজ্জীবন

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটে কৃষক সামছুল ইসলাম হত্যা মামলায় বাবা-ছেলেসহ ১০ জনের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই বছরের কারাদন্ড দেওয়া হয়। গতকাল অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক নুরুল ইসলাম এ রায় দেন। তারা হলেন- মহব্বতপুর গ্রামের ছাবদুল, চার ছেলে হেলাল ওরফে হেলু, আলম, ইদ্রিস ও রেজাউল, ছাবদুলের স্ত্রী ফাতেমা, আলমের স্ত্রী ফারজানা, হেলালের স্ত্রী লিলিফা, আমেজ উদ্দীনের ছেলে হেলাল উদ্দীন ও আক্কেলপুর উপজেলার রুকিন্দীপুর গ্রামের জিয়াউল হকের স্ত্রী ফুত্তি বেগম। এ ছাড়া অভিযোগ প্রমাণ না হওয়ায় মামলা থেকে দুজনকে খালাস দেওয়া হয়। মামলার বিবরণে জানা গেছে, কৃষক সামছুল ইসলামকে ২০১১ সালের ৩১ অক্টোবর মারপিট করে আসামিরা। পরে চিকিৎসাধীন অবস্থায় ২০১২ সালের ২০ জানুয়ারি তিনি মারা যান।

সর্বশেষ খবর