শিরোনাম
মঙ্গলবার, ৪ জুন, ২০২৪ ০০:০০ টা
সংক্ষিপ্ত

জোড়া খুন, আসামি গ্রেফতার

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটের আক্কেলপুরে স্ত্রী ও খালা শাশুড়িকে ছুরিকাঘাতে হত্যার পর পালিয়ে যাওয়া আসামি রুবেল হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। বগুড়ার গাবতলী উপজেলার মাসুন্দি থেকে গত রবিবার সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয়। রুবেল নওগাঁর বদলগাছির শ্রীরামপুরের নুরুল ইসলামের ছেলে। জয়পুরহাটের এসপি নুরে আলম গতকাল সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। পুলিশ সুপার জানান, রুবেল আক্কেলপুর উপজেলার হলহলিয়া গ্রামের সোলায়মানের মেয়ে মিতুকে বিয়ে করে ঘর জামাই থাকতেন। পারিবারিক কলহের জেরে গত ২৭ মে স্ত্রীকে ছুরিকাঘাত করে রুবেল। তার চিৎকারে খালা শাশুড়ি আলেয়া এগিয়ে এলে তাকেও ছুরিকাঘাত করা হয়। বোনকে বাঁচাতে এসে আহত হন শ্যালক নীরবও। এলাকাবাসী তাদের আক্কেলপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় আলেয়া সেখানেই মারা যান। বগুড়া নেওয়ার পথে মৃত্যু হয় মিতুর।

 

সর্বশেষ খবর