বুধবার, ৫ জুন, ২০২৪ ০০:০০ টা

সড়কে চার জেলায় সাতজনের মৃত্যু

প্রতিদিন ডেস্ক

বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় সাতজন নিহত হয়েছেন। প্রতিনিধিদের পাঠানো খবর-

কুমিল্লা : চৌদ্দগ্রামে গতকাল বিকল কাভার্ডভ্যানের পেছনে অন্য গাড়ির ধাক্কায় সহোদর চালক সাগর ও সহকারী বেলাল হোসেন নিহত হয়েছেন।

ঝিনাইদহ : মহেশপুরে বাসের সঙ্গে সংঘর্ষে মোশারফ হোসেন নামে এক মোটরসাইকেলচালক মারা গেছেন। এছাড়া সদর উপজেলার গোপিনাথপুরে ট্রাকের সঙ্গে মাছবোঝাই আলমসাধুর সংঘর্ষে আছাদুল নামে এক যুবক মারা গেছেন।

বেনাপোল (যশোর) : শার্শায় গতকাল মারা গেছেন নাসির উদ্দীন ও আলী বক্স নামে দুই মুসল্লি।

কালিয়াকৈর (গাজীপুর) : গাজীপুরের কালিয়াকৈরে গতকাল দাদসী সাহা নামে এক পথচারী পিকআপ ভ্যানের চাপায় মারা গেছেন।

সর্বশেষ খবর