বুধবার, ৫ জুন, ২০২৪ ০০:০০ টা
সংক্ষিপ্ত

ভুল চিকিৎসায় মৃত্যু, ক্লিনিক সিলগালা

নীলফামারী প্রতিনিধি

নীলফামারীর ডিমলা উপজেলার স্কয়ার ক্লিনিকে ভুল চিকিৎসায় তাসলিমা আকতার তুলি (২২) নামে এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। ঘটনার পর সোমবার সন্ধ্যায় ক্লিনিকটি সিলগালা করে দিয়েছেন জেলার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. আবু হেনা মোস্তফা। গঠন করা হয়েছে তিন সদস্যের তদন্ত কমিটি। মৃত তাসলিমা আক্তার তুলি উপজেলার শালহাটি গ্রামের আসাদুজ্জামান আসাদের স্ত্রী।

স্বজনরা জানান, গত শুক্রবার স্কয়ার ক্লিনিকে সিজারিয়ান অপারেশন হয় তুলির। তিনি কন্যা সন্তান প্রসব করলেও শুরু হয় অধিক রক্তক্ষরণ। পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান। আসাদুজ্জামান বলেন, আমার স্ত্রীর সিজার করা হয়। চিকিৎসকের কাছে সার্বিক অবস্থা জানতে চাইলে তারা জানায় রোগী ও নবজাতক উভয়েই ভালো আছে। পরে শুনি ব্লিডিং হচ্ছে। ভুল চিকিৎসায় তুলি মারা গেছে দাবি তার। ভারপ্রাপ্ত সিভিল সার্জন বলেন, অনুমোদন না থাকায় ক্লিনিকটি সিলগালা করা হয়েছে। রোগী মৃত্যুর কারণ তদন্তে কমিটি গঠন করা হয়েছে। প্রতিবেদন পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর