শুক্রবার, ৭ জুন, ২০২৪ ০০:০০ টা

বনায়নের ১০ কোটি টাকার গরমিল

কর্মকর্তা সাময়িক বরখাস্ত

শেরপুর প্রতিনিধি

শেরপুর বনাঞ্চলের বালিঝুড়ি রেঞ্জের সরকারি ও বেসরকারি অংশীদারি বনায়ন প্রকল্পের ১০ কোটি টাকার রাজস্ব গরমিল পেয়েছে বন বিভাগ। বনের বাগান বিক্রি হলেও টাকা সরকারি হিসাবে জমা হয়নি। এ ঘটনায় সাময়িক বরখাস্ত করা হয়েছে বনের সদ্য বদলি হওয়া কর্মকর্তা (রেঞ্জ অফিসার) রবিউল ইসলামকে। অভিযোগ রয়েছে, বনায়ন প্রকল্পের টাকা আত্মসাৎ করেছেন তিনি। রবিউল ইসলাম বদলি হওয়ার পর বিষয়টি বন বিভাগের নজরে আসে। ঘটনার তদন্ত শুরু হয় এক মাস আগে। পাঁচ সদস্যের দুটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে বন বিভাগ।

জানা গেছে, রবিউল ইসলাম কর্মরত থাকাকালে সরকারি-বেসরকারি অংশীদারি বনায়নের দেড় শতাধিক বাগান অন্তত ১৬ কোটি টাকা টেন্ডারে বিক্রি করা হয়। সরকারি আইন অনুযায়ী বিক্রীত অর্থ ঠিকাদার সরকারি কোষাগারে জমা দিয়ে গাছ কাটার অনাপত্তিপত্র নেবেন। জমা টাকা থেকে বন কর্তৃপক্ষ অংশীদারি জনগণকে বুঝিয়ে দেবে যার যার অংশ। ঠিকাদাররা বাগান কেটে নিয়ে গেছেন কিন্তু সরকারি কোষাগারে টাকা জমা হয়নি। অভিযোগ রয়েছে, রেঞ্জ কর্মকর্তা ঠিকাদারের কাছে থেকে নির্ধারিত টাকা ব্যক্তিগতভাবে জমা নিয়ে গাছ কাটার মৌখিক অনুমতি দিয়ে দিয়েছেন। সরকারি তহবিলে জমা দেননি। প্রকল্পের সুবিধাভোগীরা বলছেন, বছরের পর বছর বাগান পাহাড়া দিয়েছি। টাকা ও শ্রম দিয়ে আশায় বুক বেঁধে আছি লভ্যাংশ পাব। বাগান বিক্রি হলেও টাকা পাইনি। অনেক ঘুরেছি ওই কর্মকর্তার দ্বারে দ্বারে। সরকার তাকে শাস্তি বা পুরস্কার দিক তাতে আমাদের কী। আমাদের কষ্টের টাকাটা দিলেই আমরা খুশি। অভিযুক্ত রেঞ্জার রবিউল ইসলাম এ ব্যাপারে পরে কথা বলবেন জানিয়ে ফোন কেটে দেন। এরপর তাকে আর ফোনে পাওয়া যায়নি।

সর্বশেষ খবর