শুক্রবার, ৭ জুন, ২০২৪ ০০:০০ টা

দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, পাল্টাপাল্টি মামলা

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠির রাজাপুর উপজেলা নির্বাচনে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ ও হামলার ঘটনায় গতকাল পাল্টাপাল্টি মামলা হয়েছে। দুই মামলায় আসামি করা হয়েছে দেড় শতাধিক ব্যক্তিকে। পুলিশ জানায়, দোয়াতকলম প্রতীকের সমর্থক গালুয়া ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া পারভেজ বাদী হয়ে ৩২ জনের নাম উল্লেখসহ ৬৭ জনের বিরুদ্ধে মামলা করেন। অন্যদিকে মোটরসাইকেল প্রতীকের সমর্থক জহির মোল্লার মামলায় আসামি করা হয়েছে ১০০ জনকে। রাজাপুর থানার ওসি আতাউর রহমান জানান, উভয় পক্ষ থেকে দুটি মামলা করেছে। আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে। উল্লেখ্য, বুধবার রাতে উপজেলার পুটিয়াখালী বাজার এলাকায় প্রচার-প্রচারণার সময় উভয় পক্ষের সমর্থকদের মধ্যে দফায় দফায় হামলা ও ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। ভাঙচুর করা হয় কয়েকটি মোটরসাইকেল। আহত হন অন্তত ২৫ জন।

সর্বশেষ খবর