শিরোনাম
শুক্রবার, ৭ জুন, ২০২৪ ০০:০০ টা

পানিতে ডুবে প্রাণহানি ভাইবোনের

শেরপুর প্রতিনিধি

শেরপুরের নকলা উপজেলার বিহারিপাড় উত্তরপাড়া গ্রামে গতকাল খালের পানিতে ডুবে মারা গেছে দুই ভাইবোন। তারা হলো- স্থানীয় মোতালেবের মেয়ে মারিয়া আক্তার মিম (১২) ও ছেলে মাসুদ রানা (৮)। মিম চতুর্থ শ্রেণির এবং মাসুদ নার্সারির শিক্ষার্থী।

স্থানীয় সূত্র জানায়, কয়েক সঙ্গীসহ ভাইবোন বাড়ির পাশে ঘোড়ামারা খালে গোসল করতে যায়। একপর্যায়ে মাসুদ খালের মাঝখানে চলে যায় এবং তলিয়ে যেতে থাকে। মিম ভাইকে বাঁচাতে গেলে দুজনই ডুবে যায়।

সর্বশেষ খবর