শুক্রবার, ৭ জুন, ২০২৪ ০০:০০ টা

গুদামের চাল-গম লোপাট, খাদ্য কর্মকর্তা পলাতক

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার পলাশবাড়ী সরকারি খাদ্য গুদামে মজুত করা প্রায় ২০০ মেট্রিক টন চাল ও গম লোপাট হওয়ার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঊর্ধŸতন কর্তৃপক্ষের নজরে আসার পর থেকে পলাতক রয়েছেন ওই খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন সিদ্দিকী।

জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্রে জানা যায়, ১৯ মে পলাশবাড়ী উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন সিদ্দিকীকে সিলেটে বদলি করা হয়। তার জায়গায় অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয় সদর উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদ হাসানকে। কিন্তু বদলির আদেশ পাওয়ার পরও তিনি দায়িত্ব হস্তান্তর করতে কালক্ষেপণ করেন। এতে ঊর্ধŸতন কর্তৃপক্ষের সন্দেহ হলে বিষয়টি তদন্তের জন্য ২২ মে সহকারী খাদ্য নিয়ন্ত্রক সাকিব রেজওয়ানকে প্রধান করে পাঁচ সদস্যের কমিটি করে দেয় জেলা খাদ্য নিয়ন্ত্রক। ওই কমিটি খাদ্য গুদাম পরিদর্শনে গিয়ে দেখতে পায় গুদামে ১৩১ মেট্রিক টন চাল, ৬৮ মেট্রিক টন গম ও ৩৪ হাজার ৯২৬টি খালি বস্তা নেই। অবস্থা বুঝতে পেরে পালিয়ে যান আবদুল্লাহ আল মামুন সিদ্দিকী। জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. মিজানুর রহমান বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর