শুক্রবার, ৭ জুন, ২০২৪ ০০:০০ টা

৫২ লাখ টাকা ছিনতাইয়ে গ্রেফতার ৪

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে র‌্যাব পরিচয়ে ৫২ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। জেলা পুলিশ সুপার কার্যালয়ে গতকাল সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। গ্রেফতাররা হলেন- শামীম আহম্মেদ সবুজ, ইকবাল হোসেন, হাফিজুর রহমান সুমন ও আবদুর রহমান মেহেদী। সংবাদ সম্মেলনে বলা হয়, গত ২৩ মে রাতে আবদুল বাতেন নামে একজন ৫২ লাখ টাকা নিয়ে তার মেয়েজামাই রানাসহ প্রাইভেট কারে ঢাকা-সিলেট মহাসড়কের দুপ্তারায় যাচ্ছিলেন। রাত ৯টার দিকে পাল্লা কবরস্থান-সংলগ্ন রাস্তায় ৩-৪ জন গাড়ির গতিরোধ করে। তাদের পরনে র‌্যাবের পোশাক, হাতে অস্ত্র, লাঠি, হ্যান্ডকাফ ও সিগন্যাল লাইট ছিল। তারা ভয়ভীতি দেখিয়ে ৫২ লাখ টাকা, বিভিন্ন ব্যাংকের একাধিক চেক ও চারটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এ ঘটনায় ২৫ মে আড়াইহাজার থানায় মামলা করেন বাতেন। বুধবার রাজধানীর বিভিন্ন এলাকা থেকে চারজনকে গ্রেফতার করা হয়।

সর্বশেষ খবর