শনিবার, ৮ জুন, ২০২৪ ০০:০০ টা

সাত জেলায় প্রাণহানি ৭

প্রতিদিন ডেস্ক

সাত জেলায় প্রাণহানি ৭

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লায় গতকাল স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকের চাপায় নারী নিহত হয়েছেন। এ ছাড়া মুন্সীগঞ্জে প্রবাসী, বরগুনায় বিক্রয় প্রতিনিধি, কুড়িগ্রামে বৃদ্ধ, কালিয়াকৈরে রিকশাচালক, মাদারীপুরে অজ্ঞাত ব্যক্তি এবং কক্সবাজারে বৃদ্ধসহ ছয়জন নিহত হয়েছেন। প্রতিনিধিদের পাঠানো খবর- কুমিল্লা : কুমিল্লায় ট্রাকচাপায় নিহত গৃহবধূর নাম ফেরদৌসী বেগম (৪৫)। বিকালে কুমিল্লা আদর্শ সদর উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা আলেখারচরে এ দুর্ঘটনা ঘটে। তিনি ফেরদৌসী কুমিল্লা শহরতলীর চাঁনপুরের বাসিন্দা দুলাল মিয়ার স্ত্রী। দুলাল মিয়া বলেন, বিকালে মোটরবাইকে স্ত্রীকে বসিয়ে চাঁনপুরের বাসার দিকে ফিরছিলেন তিনি। পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আলেখারচর এলাকায় সামনে গাড়ি দেখে তিনি ব্রেক কষেন। এ সময় ফেরদৌসি বাইক থেকে সড়কে পড়ে ট্রাকচাপায় মারা যান। মুন্সীগঞ্জ : শ্রীনগরে মোটরসাইকেল নিয়ে ওভারটেকিং করতে গিয়ে দুই ট্রাকের মধ্যে চাপা পড়ে মিজানুর রহমান (৪০) নামের এক প্রবাসী নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও একজন। সকালে উপজেলার ঢাকা-দোহার সড়কের বাঘড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের বাড়ি দোহার উপজেলার সাতভিটা গ্রামে। আজ তার সুইজারল্যান্ড যাওয়ার কথা ছিল। বরগুনা : বেতাগীতে সড়কের ওপর রাখা ড্রেজারের পাইপের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে তোফায়েল আহমেদ (৪২) নামে ওষুধ কোম্পানির এক বিক্রয় প্রতিনিধি নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে বেতাগী পৌরসভার বাসন্ডা গৌরাঙ্গের স্কুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কক্সবাজার : কক্সবাজার-টেকনাফের হাইওয়ে সড়কে বৃহস্পতিবার সন্ধ্যায় সিএনজির অটোরিকশার ধাক্কায় ছফর আলী (৭০) নামের এক পথচারী মারা গেছেন। কুড়িগ্রাম : রাজিবপুরে  গতকাল ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে আলী হোসেন (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। কালিয়াকৈর (গাজীপুর) : কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় দুপুরে পিকআপ ভ্যানের ধাক্কায় জহিরুল ইসলাম (৪৯) নামে অটোরিকশার চালক মারা গেছেন। মাদারীপুর : ডাসারে গতকাল ভোরে অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর