শনিবার, ৮ জুন, ২০২৪ ০০:০০ টা

তুচ্ছ ঘটনায় যুবককে পেটাল ১০ জন

ভিডিও ভাইরাল

কুমিল্লা প্রতিনিধি

তুচ্ছ ঘটনায় যুবককে পেটাল ১০ জন

দাউদকান্দির ইলিয়টগঞ্জে তুচ্ছ ঘটনায় মহিউদ্দিন নামে এক যুবককে ক্রিকেট স্ট্যাম্প ও লাঠি দিয়ে পেটাচ্ছে ১০-১২ জন এমন ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। রাবি উচ্চবিদ্যালয়ের সামনে বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। মহিউদ্দিন (২৫) দাউদকান্দির মোবারকপুরের শহিদ মিয়ার ছেলে। এ ব্যাপারে ভুক্তভোগীর ভাই গতকাল থানায় মামলা করেছেন। ভিডিওতে দেখা যায়, মহিউদ্দিনের শার্ট খুলে ফেলা হয়েছে। খালি শরীরে ১০-১২ জন যুবক তাকে স্ট্যাম্প ও লাঠি দিয়ে পেটাচ্ছে। স্ট্যাম্প ভেঙে গেলে লাঠি দিয়ে পেটায়। বিদ্যালয়ের শিক্ষার্থীদের ভয়ে ছুটাছুটি করতে দেখা যায়। দাউদকান্দি থানার ওসি মোজাম্মেল হক বলেন, ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে। দ্রুতই আসামিদের আইনের আওতায় আনা হবে।

মহিউদ্দিন জানান, তার বড় ভাই হৃদয়ের ইলিয়টগঞ্জ বাজারে কাপড়ের দোকান আছে। এক সপ্তাহ আগে স্থানীয় রিফাত ভাইয়ের দোকানে যায়। সেখানে তুচ্ছ ঘটনা নিয়ে ভাইয়ের সঙ্গে রিফাতের তর্কবিতর্ক হয়। আমি গিয়ে পরিস্থিতি শান্ত করি। ভাইয়ের ওপর ক্ষোভের জেরে রিফাতসহ ১০-১২ জন হামলা করে।

 

সর্বশেষ খবর