শনিবার, ৮ জুন, ২০২৪ ০০:০০ টা

সহিংসতা বিরোধের বলি বয়স্করা

♦ নীলফামারীতে পিটিয়ে হত্যা ♦ দিনাজপুরে গলা কাটা লাশ

নীলফামারী ও দিনাজপুর প্রতিনিধি

নীলফামারীর কিশোরগঞ্জে এক বৃদ্ধাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এছাড়া দিনাজপুরে শয়নকক্ষ থেকে এক বৃদ্ধার গলা কাটা লাশ উদ্ধার করা হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর- নীলফামারীর কিশোরগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে মারপিটে সুফলা রানী (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। গতকাল বিকালে সদর ইউনিয়নের মুশা হিন্দুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ওই বৃদ্ধা একই গ্রামের রজনীকান্ত রায়ের স্ত্রী। এ ঘটনায় তিনজনকে আটক করেছে কিশোরগঞ্জ থানা পুলিশ। তারা হলেন- অনিতা রানী রায় (৩৪), নির্মলা রানী রায় (৬১) ও উজ্জ্বল চন্দ্র রায় (১৯)। থানার ওসি পলাশ চন্দ্র মন্ডল এ তথ্য জানান। তিনি আরও বলেন, আসামিদের গ্রেফতার ও আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন। এদিকে দিনাজপুরের বীরগঞ্জে শয়ন কক্ষ থেকে রেজিয়া বেগম (৭৫) নামে এক বৃদ্ধার গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সকালে উপজেলার শিবরামপুর ইউপির ধনগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। রেজিয়া বেগম বীরগঞ্জের ধনগাঁও গ্রামের মো. শবদুল ইসলামের স্ত্রী। বীরগঞ্জ থানার ওসি (তদন্ত) মো. মইনুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাতে খাওয়া-দাওয়া শেষে স্বামী এবং স্ত্রী দুই ঘরে শুয়ে পড়েন। গতকাল সকালে শবদুল ইসলাম স্ত্রীর শয়ন কক্ষে গিয়ে গলা কাটা লাশ পড়ে থাকতে দেখেন। প্রতিবেশীরা বিষয়টি পুলিশকে জানায়। পুলিশ লাশের মাথায় আঘাতের চিহ্ন এবং গলা কাটা দেখতে পায়। প্রাথমিক তদন্তে ঘটনাটি পরিকল্পিত বলে মনে হচ্ছে। ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে তদন্ত শুরু হয়েছে।

সুরতহাল শেষে লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুরে এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

বীরগঞ্জ থানার ওসি মো. মজিবুর রহমান জানান, হত্যার মূলরহস্য উদঘাটন এবং ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে পুলিশ কাজ শুরু করেছে।

 

 

সর্বশেষ খবর