শনিবার, ৮ জুন, ২০২৪ ০০:০০ টা

বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে ধর্ষণ

বাসচালক আটক

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার দুর্গাপুরে বাস থেকে নামিয়ে তরুণীকে বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে অটোরিকশায় নিয়ে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বাসচালক খাইরুল ইসলামকে (৩০) আটক করেছে পুলিশ। অটোরিকশা ও এর চালককে খুঁজে পাওয়া যায়নি। আটক খাইরুল ঢাকা-দুর্গাপুর-লেঙ্গুরা সড়কের মামনি পরিবহনের চালক। তার বাড়ি দুর্গাপুর উপজেলার কৃষ্ণেরচর গ্রামে। ধর্ষণের শিকার তরুণীর স্বামী না থাকায় সন্তানকে বাবার বাড়ি রেখে ঢাকায় কারখানায় কাজ করেন।

ভিকটিম জানান, বৃহস্পতিবার রাতে রাজধানীর উত্তর বাড্ডা থেকে নিজ বাড়ি নেত্রকোনার কলমাকান্দা উপজেলার নাজিরপুরের আসার জন্য মামনি পরিবহনের বাসে ওঠেন তিনি। রাত ৩টার দিকে বাস দুর্গাপুর পৌর শহরের নাজিরপুর মোড় তাকে নামিয়ে দেয়। পরে সড়কের পাশে অটোরিকশা থামিয়ে চালকের সহায়তায় ভয়ভীতি দেখিয়ে তরুণীকে ধর্ষণ করে বাসচালক। মেয়েটির ব্যবহৃত মোবাইল ফোন, ব্যাগও নিয়ে যায় তারা। ওসি উত্তম চন্দ্র দেব জানান, অভিযোগ পাওয়ার পরপরই বাসচালককে আটক করা হয়েছে। তদন্ত প্রক্রিয়া চলমান।

 

সর্বশেষ খবর