রবিবার, ৯ জুন, ২০২৪ ০০:০০ টা

ব্রিজ ভেঙে দুর্ভোগে হাজারো মানুষ

মাদারীপুর প্রতিনিধি

ব্রিজ ভেঙে দুর্ভোগে হাজারো মানুষ

মাদারীপুরের ডাসারে শশিকর চৌমুহনী খালের একটি সেতু ভেঙে গেছে। এতে চলাচলে ভোগান্তিতে পড়ছে শশিকর, চৌমহনীসহ কয়েক গ্রামের মানুষ। জানা যায়, শশিকর-চৌমুহনী এলাকায় ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে সেতুটি ভেঙে যায়। প্রায় এক যুগ আগে জেলা পরিষদের অর্থায়নে এটি নির্মাণ করা হয়েছিল। পুরাতন এই সেতুর ওপর কাঠের পাটাতন ও লোহার রেলিং খালের মধ্যে ন্যুয়ে পড়ছিল আগেই। ঝুঁকি নিয়ে পারাপার হয়েছে গ্রামের মানুষ। সম্প্রতি ঘূর্ণিঝড়ের সময় সেতুটি সম্পূর্ণ ভেঙে পড়ে। এলাকাবাসী এখানে নতুন সেতু নির্মাণের দাবি করে আসছেন দীর্ঘদিন থেকে। স্থানীয় বাসিন্দা সৈয়দ রাকিবুল ইসলাম বলেন, অনেক আগেই ব্রিজটি নাজুক ছিল। সম্প্রতি রিমালের প্রভাবে ভেঙে পড়েছে খালে। নবগ্রাম ইউপি চেয়ারম্যান দুলাল তালুকদার বলেন, ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে সেতুটি ভেঙে পড়েছে। ভোগান্তির শিকার হচ্ছে হাজার হাজার মানুষ। বিষয়টি লিখিতভাবে সরকারের বিভিন্ন দফতরে জানানো হয়েছে। আপাতত গ্রামবাসী মিলে বাঁশের সাঁকো নির্মাণ করব। যাতে কোনোমতে চলাচল করা যায়। উপজেলা প্রকৌশলী রেজাউল করিম বলেন, এলজিইডির গুরুত্বপূর্ণ গ্রামীণ সড়কে অনূর্ধ্ব ১০০ মিটার সেতু নির্মাণ প্রকল্পে অন্তর্ভুক্তির জন্য তালিকা পাঠানো হয়েছে।

সর্বশেষ খবর