রবিবার, ৯ জুন, ২০২৪ ০০:০০ টা

স্বজনের হাতে প্রাণহানি

গাইবান্ধায় ভাইয়ের হাতে ভাই শ্রীপুরে গৃহবধূ খুন

গাইবান্ধা ও শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

তুচ্ছ ঘটনায় স্বজনের হাতে প্রাণ গেছে কৃষক ও গৃহবধূর। গোবিন্দগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে ছোট ভাই আনারুল ইসলাম শ্যামলের কোদালের আঘাতে মারা গেছেন বড় ভাই শামসুল হুদা (৪২)। বগুড়ার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে তার মৃত্যু হয়। হামলার ঘটনা ঘটে গত বুধবার বিকালে গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুরে। গোবিন্দগঞ্জের ওসি শামসুল আলম শাহ গতকাল বিষয়টি নিশ্চিত করেন। নিহত শামসুল হুদা তালুককানুপুর এলাকার হাফিজার রহমানের ছেলে। অভিযুক্ত আনারুল ইসলাম তার সৎভাই। এ ঘটনায় আনারুলের স্ত্রী গোলাপী বেগমকে গ্রেফতার করেছে পুলিশ। শামসুল হত্যায় তার স্ত্রী লাবনি আকতার বাদী হয়ে গোবিন্দগঞ্জ থানায় মামলা করেছেন। ওসি শামসুল আলম শাহ বলেন, গোলাপী বেগম নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। এদিকে গাজীপুরের শ্রীপুরে স্বামীর ফার্মেসির ভিতর থেকে গৃহবধূর গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার মুলাইদ গ্রামের ক্যাপ্টেন সিএনজির পাশের দোকান থেকে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে শুক্রবার রাত ৯টার দিকে লাশটি উদ্ধার করা হয়। ঘটনার পর থেকে স্বামীর খোঁজ মিলছে না। নিহত রেহেনা আক্তার (২৭) গোপালগঞ্জের ইদ্রিস আলীর মেয়ে। তার স্বামী কিবরিয়ার বাড়ি নড়াইল জেলায়। শ্রীপুর থানার ওসি আকবর আলী খান বলেন, ধারণা করা হচ্ছে রাতে বঁটি দিয়ে গলা কেটে ওই নারীকে হত্যা করেছে তার স্বামী। পরে লাশ দোকানে রেখে বাইরে থেকে শার্টারে তালা দিয়ে পালিয়ে যায় সে। নিহতের স্বামী কিবরিয়াকে গ্রেফতারে পুলিশের অভিযান চলছে। স্থানীয়রা জানান, সারাদিন দোকান বন্ধ অবস্থায় ভেতরে মানুষ দেখে সন্দেহ হয় তার। ঘটনাটি মার্কেটের মালিককে জানালে তিনি থানায় খবর দেন। পুলিশ দোকানের তালা ভেঙে উদ্ধার করে গলা কাটা লাশ।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর