রবিবার, ৯ জুন, ২০২৪ ০০:০০ টা

বজ্রপাতে তিন জেলায় নিহত ৩

প্রতিদিন ডেস্ক

বজ্রপাতে গতকাল চট্টগ্রামে গৃহবধূ, কিশোরগঞ্জে তরুণ ও কক্সবাজারে শ্রমিকের মৃত্যু হয়েছে। প্রতিনিধিদের খবর-

চট্টগ্রাম : বাঁশখালী উপজেলার গণ্ডামারা এলাকা বজ্রপাতে পারভিন আক্তার (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সকালে উপজেলার গণ্ডামারার আলী চাঁন বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। বজ্রপাতে তার এক মেয়ের মাথার চুল পুড়ে গেছে। পারভিন ওই এলাকার আকবর হোসেনের স্ত্রী। তার এক ছেলে ও তিন মেয়ে রয়েছে। গণ্ডামারা ইউনিয়ন পরিষদের সদস্য আলী হোসেন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

কিশোরগঞ্জ : হাওর থেকে হাঁস আনতে গিয়ে বজ্রপাতে মারা গেছে নুরুজ্জামান (১৭) নামে এক তরুণ। ঘটনাটি ঘটেছে সকালে কিশোরগঞ্জের ইটনা উপজেলার চন্দ্রপুর গ্রামের হাওরে। নিহত নুরুজ্জামান চন্দ্রপুর গ্রামের মুন্সীবাড়ির হাবিবুর রহমানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বৃষ্টি শুরু হলে নূরুজ্জামান বাড়ির পাশের হাওর থেকে হাঁস আনতে যায়। সেখানে বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা লোকজন তার লাশ উদ্ধার করে।

কক্সবাজার : ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নে বজ্রপাতে নুরুল হুদা (৩৭) নামের এক লবণ শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত নুরুল ইউনিয়নের মধ্যম নাপিত খালী এলাকার মৃত ছিদ্দিক আহমেদের ছেলে। দুপুরে এই ঘটনাটি ঘটে মধ্যম নাপিতখালী রেললাইনের পাশে।

 

 

সর্বশেষ খবর