রবিবার, ৯ জুন, ২০২৪ ০০:০০ টা

‘আপনি তো মারা গেছেন তাই ভাতা বন্ধ’

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার পূর্বধলায় জীবিত সুবিধাভোগীদের মৃত দেখিয়ে বরাদ্দের ভাতা ইউপি চেয়ারম্যান ও সদস্যদের পছন্দের ব্যক্তিদের নামে প্রতিস্থাপনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ইউএনওর কাছে দুজন ভুক্তভোগী লিখিত অভিযোগ করেছেন।

যাদের ভাতা অন্যদের নামে বরাদ্দ দেওয়া হয়েছে তারা হলেন- হযরত আলী, জহুরা খাতুন ও খাদিজা। তিনজনের নামে মৃত্যুসনদ দিয়ে বয়স্ক ও বিধবা ভাতা দেওয়া হয়েছে অন্যদের। ভুক্তভোগীরা বলেন, ভাতা বন্ধ হলে সমাজসেবা অফিসে গেলে জানানো হয়, ‘আপনি তো মারা গেছেন’। তাই ভাতা বন্ধ হয়ে গেছে। খলিশাউড় ইউপি চেয়ারম্যান কমল কৃষ্ণ সরকার জানান, একই গ্রামের হযরত আলী নামে দুই ব্যক্তির একজন মারা গেলে ভুলে জীবিতকে মৃত দেখানো হয়েছে। উপজেলা সমাজসেবা কর্মকর্তা হাবিবুর রহমান জানান, সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানরা সুবিধাভোগীদের নামে মৃত্যুসনদ ইস্যু করে প্রতিস্থাপনের সুপারিশ পাঠান। এর পরিপ্রেক্ষিতে তাদের স্থলে চেয়ারম্যানদের দেওয়া নাম দেওয়া হয়েছে।

সর্বশেষ খবর