রবিবার, ৯ জুন, ২০২৪ ০০:০০ টা

কংকাল চোর চক্র সক্রিয়

পাঁচ কবর থেকে চুরি এক রাতে

পাবনা প্রতিনিধি

পাবনার সুজানগর উপজেলার চিনাখড়া কেন্দ্রীয় কবরস্থান থেকে এক রাতেই পাঁচটি কংকাল চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাতের যে কোনো সময় সংঘবদ্ধ চোরের দল ওই কবরস্থানের পুরনো পাঁচটি কবর খুঁড়ে কংকালগুলো নিয়ে যায়। চিনাখড়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফুল ইসলাম বলেন, সকালে কয়েকজন শ্রমিক ওই কবরস্থানে লতাপাতা পরিষ্কার করতে যান। এ সময় তারা কয়েকটি কবর খোঁড়া দেখতে পেয়ে স্থানীয়দের খবর দেন। দুলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কবরস্থান কমিটির সভাপতি সিরাজুল ইসলাম শাহজাহান বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, চুরির খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পাঁচটি কবর খুঁড়ে রাখা অবস্থায় দেখতে পান। তাৎক্ষণিকভাবে পুলিশকে বিষয়টি জানালে সেখানে পুলিশ এসেও সত্যতা পায়। অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম জানান, একটি সংঘবদ্ধ চক্র এ কাজে জড়িত আছে, তাদের আইনের আওতায় আনার জোর চেষ্টা চলছে।

 

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর