রবিবার, ৯ জুন, ২০২৪ ০০:০০ টা
গুলি করে কর্মী হত্যা

অস্ত্রসহ গ্রেফতার ছাত্রলীগ নেতা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগ কর্মী আশরাফুর রহমান ইজাজকে প্রকাশ্যে গুলি করে হত্যা মামলায় জেলা ছাত্রলীগ সহসভাপতি হাসান আল ফারাবী জয়কে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। জয় ব্রাহ্মণবাড়িয়া শহরের কলেজপাড়ার শিক্ষক দম্পতি ইয়াকুব আলী ও রোকেয়া বেগমের একমাত্র ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে তিনি হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। নিজ কার্যালয়ে গতকাল সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার শাখাওয়াত হোসেন। পুলিশ সুপার বলেন, গত শুক্রবার নেত্রকোনার আটপাড়া থেকে গ্রেফতার করা হয় জয়কে। তার স্বীকারোক্তিমতে ব্রাহ্মণবাড়িয়া সদরের ভাটপাড়ার একটি ঝোপ থেকে ইজাজ হত্যায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয়। জয়ের জবানবন্দির বরাত দিয়ে এসপি জানান, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জালাল হোসেন খোকা ও হাসান আল ফারাবী জয় খুবই ঘনিষ্ঠ। আশরাফুর রহমান ইজাজ তাদের সঙ্গে চলাফেরা করতেন। কলেজপাড়ায় একক প্রভাব বিস্তার করতেন খোকা ও জয়। ইজাজ কিছু কিছু সিদ্ধান্তের বিরোধিতা করায় তাদের মধ্যে বিরোধ দেখা দেয়। খোকার সঙ্গে কোনো একটা বিষয় নিয়ে ইজাজের তর্কবির্তকের মধ্যেই জয় সঙ্গে থাকা পিস্তল দিয়ে তাকে গুলি করে পালিয়ে যান।

 

 

সর্বশেষ খবর