রবিবার, ৯ জুন, ২০২৪ ০০:০০ টা

শিক্ষকের কিলঘুসিতে শিক্ষার্থী হাসপাতালে

পাবনা প্রতিনিধি

পাবনা বেড়ায় অষ্টম শ্রেণির এক ছাত্রকে কিলঘুসি দেওয়ার অভিযোগ উঠেছে শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় আহত শিক্ষার্থী মো. ইফতেখার মাহমুদ ফাহিমকে (১৪) হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার উপজেলার আমিনপুর আয়েন উদ্দিন উচ্চবিদ্যালয়ে ঘটনাটি ঘটে। ওই শিক্ষার্থীর বাবা এ ঘটনায় আমিনপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। ইফতেখার জাতসাখিনী ইউনিয়নের চক ভরিয়া গ্রামের মো. মাছেম মৃধার ছেলে। অভিযুক্ত শিক্ষকের নাম মো. আলাউদ্দিন (৪০)। তার বাড়ি আমিনপুর চৌধুরীপাড়া গ্রামে। অভিযোগ ও পরিবার সূত্রে জানা গেছে, আলাউদ্দিন স্কুলে নাটক আয়োজনকে কেন্দ্র করে আক্রশ বসত কিলঘুসি দেয় ইফতেখারকে। এতে সে মাথা, গলায় ও কানে আঘাত পায়। তার শরীরের বিভিন্ন অংশে ছিলাফোলা জখম হয়েছে। অন্যান্য শিক্ষকরা তাকে উদ্ধার করে। পরে পরিবারের লোকজন তাকে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ওই দিনই আমিনপুর থানায় ইফতেখারের বাবা বাদী হয়ে লিখিত অভিযোগ দায়ের করেন।

স্কুলের প্রধান শিক্ষক আলমগীর হোসেন বলেন, আমরা বিষয়টি নিয়ে ম্যানেজিং কমিটির সভাপতিকে নিয়ে বসেছিলাম। আমিনপুর থানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ জানান, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর