রবিবার, ৯ জুন, ২০২৪ ০০:০০ টা

বরফকলের গ্যাস কমপ্রেসার বিস্ফোরণে নিহত ১, আহত ১২

ভোলা প্রতিনিধি

দৌলতখানে বরফকলের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত হয়েছেন ছিদ্দিকা খাতুন (৭০) নামের এক নারী। আহত হয়েছেন দুই মাস বয়সী শিশুসহ ১১ জন। গুরুতর আহত তিনজনকে বরিশালে মেডিকেলে রেফার করা হয়েছে। বাকিদের কয়েকজন ভোলা ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন। গতকাল রাত ৭টার দিকে থানার পাশে বাঁধের পাড়ে এ ঘটনা ঘটে। দৌলতখান থানার ওসি (তদন্ত) এরশাদুল হক ভূঁইয়া জানান, পৌর এলাকার ৩নং ওয়ার্ড এলাকার খোরশেদ আলম দরবেশের বরফকলের গ্যাস কমপ্রেসারের পাইপ বিস্ফোরণ হয়। এতে আহত ১২ জনের মধ্যে গুরুতর ৫ জনকে ভোলা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করালে হাসপাতালে মারা যান ছিদ্দিকা খাতুন। ভোলা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক লিটন আহমেদ জানান, দৌলতখানের থানা রোডে অ্যামোনিয়া গ্যাস বিস্ফোরণ ঘরের ঢিনের চালা উড়ে যায় ও দেয়াল ফেটে যায়। অ্যামোনিয়া গ্যাস খুব ক্ষতিকারক।

সর্বশেষ খবর