সোমবার, ১০ জুন, ২০২৪ ০০:০০ টা

মোটরসাইকেলসহ দুজনকে চাপা দিয়ে টেনে নিল বাস

চার জেলায় সড়ক দুর্ঘটনায় আরও সাতজনের মৃত্যু

প্রতিদিন ডেস্ক

পিরোজপুরে মোটরসাইকেলসহ দুজনকে চাপা দিয়ে টেনে নিয়ে গেল বাস। এতে দুই আরোহীর মৃত্যু হয়েছে। এ ছাড়া খুলনা, মাদারীপুর, মাগুরা ও গাজীপুরে নিহত হয়েছেন আরও সাতজন। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর- পিরোজপুর : নেছারাবাদে যাত্রীবাহী বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল উপজেলার বরিশাল আঞ্চলিক সড়কের কুনিয়ারি বেইলি ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- উপজেলার জগন্নাথকাঠি গ্রামের সাকিল (২৬) ও সাইফুল (৩৭)। প্রত্যক্ষদর্শীরা জানান, সাকিল ও সাইফুল মোটরসাইকেলে বরিশাল যাচ্ছিলেন। তারা বাসটি দেখে ধীরগতিতে চালিয়ে কুনিয়ারি  ব্রিজের ওপর ওঠেন। এ সময় সামনে থেকে শুভেচ্ছা নামের যাত্রীবাহী বাস তাদের চাপা দেয়। চালককে থামতে বললেও না শুনে মোটরসাইকেলসহ দুজনকে অনেক দূর নিয়ে যায়। পরে তাদের নেছারাবাদ স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। খুলনা : ডুমুরিয়ায় বাস-প্রাইভেট কার সংঘর্ষে প্রাইভেট কারের দুই আরোহী নিহত হয়েছেন। দুপুরে খুনলা-সাতক্ষীরা মহাসড়কের মেছোঘোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মোহনলাল ঘোষ ও আশুতোষ দাস। মাদারীপুর :  শিবচরে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা পাইবোঝাই একটি পিকআপের পেছনে চিনিবোঝাই একটি ট্রাক ধাক্কা দিলে পিকআপ চালক ও ট্রাকচালক দুজনেই নিহত হয়েছেন। তারা হলেন উজ্জ্বল (৩৫) ও রায়হান (২১)। একই সময় মাদারীপুর শহরে অটোরিকশা উল্টে মহসিন ব্যাপারী (৪৯) নামে এক ব্যক্তি মারা গেছেন। মাগুরা : মাগুরা-ঢাকা-খুলনা মহাসড়কের মঘি ঢাল জাগলা এলাকায় ভোরে অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কায় মিনুয়ারা বেগম (৪০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শ্রীপুর (গাজীপুর) : শ্রীপুর উপজেলায় কাজে যাওয়ার সময় সড়কে ট্রাকের ধাক্কায় নুরুল ইসলাম (৫৫) নামের এক শ্রমিক নিহত হয়েছেন।

সর্বশেষ খবর