সোমবার, ১০ জুন, ২০২৪ ০০:০০ টা

চুয়াডাঙ্গায় জমজমাট পশুহাট

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গায় জমজমাট পশুহাট

চুয়াডাঙ্গার ১০ মাইল পশুর হাট -বাংলাদেশ প্রতিদিন

কোরবানির ঈদ সামনে রেখে জমে উঠেছে চুয়াডাঙ্গার পশুহাট। ক্রেতা-বিক্রেতার পদচারণে মুখর হাটগুলো। দাম নিয়ে উভয়ের মধ্যে দেখা যাচ্ছে অসন্তোষ। এ জন্য গোখাদ্যের উচ্চমূল্যকে দূষছেন বিক্রেতারা। এদিকে হাটে আসা পশুর সুস্থতা নিয়ে কাজ করছে প্রাণিসম্পদ বিভাগ। সংশ্লিষ্টরা জানান, ঈদ উপলক্ষে চুয়াডাঙ্গার বিভিন্ন স্থানে অন্তত ১০টি পশুহাট বসেছে। এ বছর ছোট গরুর চাহিদা বেশি বলে জানা গেছে। ক্রেতাদের অভিযোগ এবার পশুর দাম অনেক বেশি। বিক্রেতারা বলছেন উচ্চমূল্যের গো-খাদ্যে যে খরচ হয়েছে তাতে গরু-ছাগলে লাভের দেখা মিলবে না। সারা দেশ থেকে ব্যাপারী আসেন চুয়াডাঙ্গার হাটে। তারাও বলছেন, এ বছর পশুর দাম বেশি। গাড়ি ভাড়া করে ঢাকা-চট্টগ্রাম নিয়ে পশু বিক্রিতে লাভের মুখ দেখাই কঠিন। তাছাড়া বড় গরুর চাহিদা অনেক কম। চুয়াডাঙ্গা সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোস্তাফিজুর রহমান জানান, জেলায় এ বছর ১ লাখ ১৭ হাজার  ছাগল ও ৪১ হাজার গরুসহ কোরবানির পশুর চাহিদা রয়েছে ১ লাখ ৫৮ হাজারের মতো। এর বিপরীতে পশুপালন হয়েছে ২ লাখ ১০ হাজার। এর মধ্যে ১ লাখ ৫৬ হাজার ছাগল এবং ৫৪ হাজার গরু। বাড়তি গবাদিপশু জেলার চাহিদা মিটিয়ে যাবে সারা দেশে।

সর্বশেষ খবর