সোমবার, ১০ জুন, ২০২৪ ০০:০০ টা

ফুলেল শুভেচ্ছায় সিক্ত নাঙ্গলকোট উপজেলা চেয়ারম্যান

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নাজমুল হাসান ভূঁইয়া বাছির বিজয়ী হওয়ার তিন দিন পর বিজয় র‌্যালি ও পথসভা হয়েছে। গত শনিবার দিনব্যাপী তিনি উপজেলার ১৮টি স্থানে র‌্যালি ও পথসভায় উপস্থিত হয়ে বক্তব্য রাখেন। এ সময় তিনি ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন। বিভিন্ন স্থানে র‌্যালি ও পথসভায় জনতার ঢল নামে। নাজমুল হাসান ভূঁইয়া বাছির বক্তৃতায় বলেন, অনেক ষড়যন্ত্র মোকাবিলা করে নাঙ্গলকোটের সর্বস্তরের মানুষ আমাকে সর্বাধিক ভোটে নির্বাচিত করায় সবার প্রতি কৃতজ্ঞ।

আমি নাঙ্গলকোটের জনগণের সুখ-দুঃখে পাশে থাকব। গত ৫ জুন চতুর্থ ধাপে নাঙ্গলকোট উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নাজমুল হাসান ভূঁইয়া বাছির (দোয়াত কলম) নিয়ে ৪৭ হাজার ৯৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম বিএনপির বহিষ্কৃত নেতা মাজহারুল ইসলাম ছুপু পেয়েছেন ৩৭ হাজার ১১২ ভোট। স্থানীয় এমপি লোটাস কামালের প্রার্থী সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আবু ইউছুফ ভূঁইয়া আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ২৫ হাজার ৭০১ ভোট।

সর্বশেষ খবর