সোমবার, ১০ জুন, ২০২৪ ০০:০০ টা

বসতঘরে ১০ ফুট লম্বা অজগর

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

শ্রীমঙ্গলে লামুয়া গ্রামের হাসান মিয়ার বাড়ি থেকে একটি অজগর সাপ উদ্ধার করা হয়। সাপটি বসতঘরের আড়ায় ছিল। গতকাল বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের লোকজন সাপটি স্থানীয় বনবিভাগের কাছে হস্তান্তর করেন। অজগরটি লম্বায় প্রায় ১০ ফুট। বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন ও স্থানীয়রা জানান, শনিবার রাত থেকে প্রচুর বৃষ্টি হচ্ছিল। অতিবৃষ্টির কারণে সাপটি বসতঘরে আশ্রয় নেয়।

বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল বলেন, আমরা খবর পেয়ে অজগর সাপটি উদ্ধার করি। সাপটি প্রায় ১০ ফুট লম্বা। মৌলভীবাজার বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষক বিভাগের শ্রীমঙ্গল রেঞ্জ কর্মকর্তা শহীদুল ইসলাম বলেন, উদ্ধার হওয়া অজগরটি সুস্থ আছে। সাপটিকে লাউয়াছড়া বনে ছেড়ে দেওয়া হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর