সোমবার, ১০ জুন, ২০২৪ ০০:০০ টা

ট্রাক থামিয়ে গরু ডাকাতি

নাটোর প্রতিনিধি

নাটোরের বড়াইগ্রামে ট্রাক থামিয়ে একজনকে মারধর করে চারটি কোরবানির গরু নিয়ে গেছে ডাকাত দল। বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের মাঝগাঁও ইউপি কার্যালয়ের সামনে শনিবার দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। জিজ্ঞাসাবাদের জন্য ট্রাকচালক ও চালকের সহকারীকে আটক করেছে পুলিশ। আহত ব্যক্তির নাম দবির উদ্দিন (৫৬)। তিনি পাবনার ইশ্বরদী উপজেলা সারিকাজি গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে। আটকরা হলেন- পাবনার চাটমোহর উপজেলা মধুরাপুরের মোতাহার আলীর ছেলে আবদুল আলীম (৩২) ও আনকুটিয়া গ্রামের মান্নান শিকদারের ছেলে স্বাধীন হোসেন (২০)। দবির উদ্দিন জানান, পাবনার শাজাহান কবির সাজু নামে একজনের চারটি কোরবানির গরু বিক্রির জন্য ট্রাকে ঢাকায় যাচ্ছিলাম। বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে অন্য একটি ট্রাক আসাদের ট্রাকের সামনে এসে থামে। ট্রাকটিতে চার-পাঁচজন লোক ছিল। তারা আমাদের ট্রাক থেকে গরু ওই ট্রাকে তুলতে থাকে। আমি বাধা দিলে চোখেমুখে মরিচের গুঁড়া ছিটিয়ে গাছের সঙ্গে বেঁধে রাখে। বড়াইগ্রাম থানার ওসি শাফিউল আযম খান বলেন, জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়েছে। মামলা পক্রিয়াধীন রয়েছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর