সোমবার, ১০ জুন, ২০২৪ ০০:০০ টা

২৯ মামলার আসামিকে কুপিয়ে হত্যা বগুড়ায়

পৃথক স্থানে দুজনের লাশ উদ্ধার

প্রতিদিন ডেস্ক

বগুড়ায় ২৯ মামলার আসামিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ছাড়া পৃথক স্থানে উদ্ধার করা হয়েছে দুজনের লাশ। নিজস্ব প্রতিবদক ও প্রতিনিধির পাঠানো খবর- বগুড়া : পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ব্রাজিলকে (২৬) কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। কাহালু উপজেলার পোড়াপাড়া গ্রামে শনিবার রাত ১১টার দিকে এ হত্যাকান্ড ঘটে। ব্রাজিল শহরের গোদারপাড়ার শাহজাহান আলীর ছেলে। কাহালু থানার ওসি সেলিম রেজা জানান, রাতে বাড়ি ফেরার পথে সন্ত্রাসীরা ব্রাজিলকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। তার শরীরে পা থেকে মাথা পর্যন্ত কোপের চিহ্ন রয়েছে। কি কারণে এ হত্যাকান্ড এবং কারা ঘটিয়েছে তা জানা যায়নি। ব্রাজিলের নামে বগুড়ার বিভিন্ন থানায় অস্ত্র, মাদক, সন্ত্রাসী, বিস্ফোরক দ্রব্য, বিশেষ ক্ষমতা আইন, চাঁদাবাজি, এবং এসিড নিক্ষেপসহ ২৯টি মামলা রয়েছে। এদিকে বগুড়া সদরের সাবগ্রাম কুরশা এলাকার একটি কালভার্টের নিচ থেকে গতকাল সকালে সম্রাট ইসলাম (৩০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সম্রাট সোনাতলা উপজেলার সুজায়েতপুর গ্রামের আজিজার রহমানের ছেলে। তিনি জামিলনগর ভাড়া বাসায় থেকে অটোরিকশা চালাতেন। দিনাজপুর : দিনাজপুরের পার্বতীপুরে বসতঘর থেকে শনিবার রাতে আঁখি মনি নামে এক গৃহবধূর রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার দিবাগত রাতে পার্বতীপুর উপজেলার দক্ষিণ পলাশবাড়ী ধুলাউদাল আবাসন প্রকল্পের ঘরে এ ঘটনা ঘটে। আঁখি মনি (২৭) পার্বতীপুর উপজেলার দক্ষিণ পলাশবাড়ী ধুলাউদাল আবাসন প্রকল্পের ঘরে থাকা মাহমুদ ওরফে মধুর স্ত্রী। তাকে হত্যা করা হয়েছে অভিযোগে স্বামী মধুকে আটক করেছে পুলিশ। লাশ দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে জানান পার্বতীপুর মডেল থানার ওসি চিত্তরঞ্জন রায়। স্থানীয়রা জানান, মধুর ও আঁখি মনি আবাসন প্রকল্পের ২০৯ নম্বর ঘরে বসবাস করে আসছিলেন। বিভিন্ন বিষয় নিয়ে প্রতিনিয়ত স্বামী-স্ত্রীর কলহ লেগে ছিল। শনিবার রাত ১০টার দিকে প্রতিবেশীরা আঁখির লাশ ঘরের মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।

সর্বশেষ খবর