সোমবার, ১০ জুন, ২০২৪ ০০:০০ টা

জমি নিয়ে সংঘর্ষে নিহত

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের উলিপুরে জমিজমা-সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। নিহতের নাম মক্তব আলী (৪৭)। তিনি উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের ব্যাপারীপাড়া গ্রামের মনছর আলীর ছেলে। গতকাল দুপুরে ব্রহ্মপুত্র নদ বেষ্টিত বেগমগঞ্জ ইউনিয়নের ব্যাপারীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। উলিপুর থানার ওসি গোলাম মর্তুজা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর