সোমবার, ১০ জুন, ২০২৪ ০০:০০ টা

ছুরিকাঘাতে হোটেল কর্মচারী খুন

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার সদরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে হোটেল বেস্ট ওয়েস্টার্ন হেরিটেজের এক কর্মচারী খুন হয়েছেন। কলাতলী সমুদ্রসৈকতের বেলি হ্যাচারি পয়েন্টে গতকাল সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এ সময় আরও দুজন আহত হন। নিহত নুরুল কাদের (২৩) চকরিয়া উপজেলার উপরপাড়ার বাসিন্দা ইব্রাহীমের ছেলে। তিনি হোটেলের শেফ সহকারী ছিলেন। আরেক কর্মী বাদশা জানান, হোটেলে কাজ শেষে নুরুল কাদের ও দুই সহকর্মী সন্ধ্যায় সৈকতে ঘুরতে যান। এ সময় ছিনতাইকারীরা কাদেরকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

সর্বশেষ খবর