মঙ্গলবার, ১১ জুন, ২০২৪ ০০:০০ টা

সহিংসতার বলি শিশুরা

ঢাকার ধামরাই, লালমনিরহাট, বগুড়ায় তিন শিশু খুন

প্রতিদিন ডেস্ক

সহিংসতার বলি শিশুরা

ঢাকার ধামরাই, লালমনিরহাট ও বগুড়ায় তিন শিশুকে হত্যা করা হয়েছে। এ ছাড়া কুড়িগ্রামে নারী, নারায়ণগঞ্জে যুবক ও কুমিল্লায় বৃদ্ধ খুন হয়েছে। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর- লালমনিরহাট : জেলায় জুনায়েদ (৫) নামে এক শিশুকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। রবিবার রাতে সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নে ছেকনাপাড়া এলাকায় পাটখেত থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। জুনায়েদ ওই এলাকার অটোরিকশাচালক দুলাল মিয়ার ছেলে। এ ঘটনায় নাহিদ নামে এক কিশোরকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ ও স্থানীয়রা জানান, সন্ধ্যার আগে জুনায়েদ খেলতে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। তাকে শিয়ালে নিয়ে যেতে পারে সন্দেহে স্থানীয়রা খুঁজতে শুরু করেন। একপর্যায়ে পাটখেতে জুনায়েদের লাশ দেখতে পাওয়া যায়। সদর থানা পুলিশ রাত ১১টার দিকে লাশ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায়। খুনিয়াগাছ ইউপি চোয়ারম্যান এ এস এম খায়রুজ্জামান মন্ডল বাদল বলেন, ঘটনাটি অত্যন্ত  দুঃখজনক। সদর থানার ওসি ওমর ফারুক বলেন, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। রাতেই নাহিদ নামে এক কিশোরকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। তদন্ত চলছে, তদন্তের পর বিস্তারিত জানা যাবে। মামলা প্রক্রিয়াধীন। ধামরাই (ঢাকা) : ঢাকার ধামরাইয়ে নিখোঁজ হওয়ার এক দিন পর জিসান (৭) নামে এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। সে রবিবার বিকাল ৩টায় কালামপুরের ভাড়া থাকা বাসা থেকে নিখোঁজ হন। গতকাল বিকালে কালামপুর কবরস্থানের পাশে পরিত্যক্ত ঘর থেকে তার লাশ উদ্ধার করে ধামরাই থানা পুলিশ। এদিকে ধামরাইয়ের কুল্লা ইউনিয়নের বাড়ীগাঁও এলাকায় ডোবা থেকে  আবুল কালাম (২৬) নামে এক অটোচালকের রক্তাক্ত লাশ উদ্ধার করেন পুলিশ। ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করে অটোরিকশা ছিনতাই করে নিয়ে গেছে ছিনতাইকারী। এসব ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বগুড়া : জেলার সারিয়াকান্দিতে জিসান বাবু নামের এক স্কুলছাত্রকে খুন করেছে দুর্বৃত্তরা। রবিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার কামালপুর ইউনিয়নের সুতানারা গ্রামে এ ঘটনা ঘটে। জিসান বাবু ধুনট উপজেলার চিকাশী ইউনিয়নের হটিয়ারপাড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে। সে স্থানীয় একটি স্কুলে সপ্তম শ্রেণিতে পড়াশোনা করত। ধুনট থানার ওসি সৈকত হাসান জানান, নিহতের গলায় আঘাতের চিহ্ন আছে। কুড়িগ্রাম : জেলার রৌমারী উপজেলার বড়াইকান্দি বাজারের পাশে রৌমারী-ঢাকা মহাসড়ক থেকে এক নারীর (৪৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল তার লাশ উদ্ধার করে রৌমারী থানা পুলিশ। তার লাশের মাথায় ও গলায় আঘাতের চিহ্ন রয়েছে। তাকে হত্যা করে রাস্তায় ফেলে রাখা হয়েছে বলে ধারণা স্থানীয়দের। ওমি আবদুল্লাহিল জামান জানান, লাশের মাথা ও গলায় আঘাতের চিহ্ন রয়েছে।  সোনারগাঁও (নারায়ণগঞ্জ) : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাদক ব্যবসা নিয়ে দ্বন্দ্বের জেরে ফজলে রাব্বী (২২) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। এ ঘটনায় শাহ আলম নামের আরও একজন আহত হয়েছেন। রবিবার রাত ১০টার দিকে বাড়ি মজলিস গ্রামে এ ঘটনা ঘটে। দাউদকান্দি (কুমিল্লা) : কুমিল্লা জেলার তিতাস থেকে নিখোঁজ হওয়া আরশাদ মিয়া (৭০) নামে এক বৃদ্ধের লাশ গতকাল দাউদকান্দি থেকে উদ্ধার করেছে পুলিশ। গোমতী-মেঘনা ব্রিজের নিচে তার লাশ পাওয়া যায়।

সর্বশেষ খবর