শিরোনাম
মঙ্গলবার, ১১ জুন, ২০২৪ ০০:০০ টা

আগুনে পুড়ল প্রবাসীর বসতঘর-গোডাউন

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরে অগ্নিকান্ডে নুরনবী নামে এক প্রবাসীর বসতঘর ও একটি ফলের গোডাউন পুড়ে গেছে। এতে নগদ প্রায় দেড় লাখ টাকাসহ ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত পরিবারের। গতকাল পৌর শহরের ওয়াজ উদ্দিন ছৈয়ালবাড়িতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।  ফায়ার সার্ভিস ও ক্ষতিগ্রস্ত সূত্রে জানা যায়, বেলা পৌনে ৩টার দিকে গ্যাসলাইনের পাইপ লিকেজ হয়ে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এতে বসতঘরসহ একটি ফলের গোডাউন পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদর, রায়পুর ও রামগঞ্জের পাঁচটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষতিগ্রস্ত প্রবাসীর স্ত্রী শাহিনুর বেগম বলেন, কোরবানির গরু কেনার জন্য তার স্বামী দেড় লাখ টাকা পাঠিয়েছেন। আগুনে সে টাকাসহ মোট ১০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুল মান্নান জানান, গ্যাসলাইনের লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

সর্বশেষ খবর